সর্বশেষ :

এবার ফ্যাশনাল ওয়ার্ল্ডের নাম লেখালেন “ছোট বউ” ভারতীয় সুপার মডেল রেহান কবিরের সঙ্গে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২২ । ৬:৫০ অপরাহ্ণ
এবার ফ্যাশনাল ওয়ার্ল্ডের নাম লেখালেন “ছোট বউ” ভারতীয় সুপার মডেল রেহান কবিরের সঙ্গে

বিনোদন প্রতিবেদক -বর্ধমান ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন এর পরিচালনায় –

শ্রী রাজর্শি বেজ ও জনাব সেখ রবিয়াল ও তাদের সহকর্মীদের সহযোগিতায়।”ট্রেড ফেয়ার” (বাণিজ্য মেলা) বর্ধমান টাউন হল (ভারতবর্ষ)।

এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছে –
অভিনেত্রী দেবিকা মুখার্জী (ছোট বউ খ্যাতো) ও ভারতীয় সুপার মডেল রেহান কবির।এর

পোশাক ডিজাইনার ছিলেন
ভারতবর্ষের কলকাতার এক এবং অন্যতম ডিজাইনার ইরানি মিত্র ।

যিনি সারা বিশ্বের মধ্যে প্রথম –
ইন্ডো ওয়েস্টার্ন শাড়ির আবির্ভাবঘটান –
কখনো লেহেঙ্গা শাড়ি, কখনো রাফেল, কখনো পার্টি ওয়্যার, কখনো আবার লেডিস হ্যান্ড ব্যাগ, এবং বিশ্বের মধ্যে প্রথম পুরুষদের জন্য পাঞ্জাবি উইথ জিপ্ আরো কত কি।

ট্রেড ফেয়ার (বাণিজ্য মেলা)

এই মেলার মূল উদ্দেশ্য –
বেকার যুবক যুবতী এবং ব্যবসায়ীদের একত্রিত করা একই ছাদের তলায়।
উল্লেখ্য ;একসময়ের জনপ্রিয় অভিনেত্রী – দেবিকা মুখার্জি,
যাকে আমরা “ছোট বউ” বলে চিনি,
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনীত বিখ্যাত মুভি “ছোট বউ”
এবং বহু বাংলা সিনেমাতে আমরা তাকে দেখেছি, একজন সুনামধন্য অভিনেত্রী হিসাবে।
কলকাতার এক এবং অন্যতম সেলিব্রেটি ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্র –
৺তারই হাত ধরে এবার ফ্যাশনাল ওয়ার্ল্ডে (মডেলিং) এ
নতুন করে আমরা দেখতে পাব, আমাদের সবার প্রিয় “ছোট বউকে” মানে দেবিকা মুখার্জি কে।এর আগে আমরা রেহান কোবির কে দেখেছি,
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম্ অ্যাওয়ার্ডে
(প্যান প্যাসিফিক সোনারগাঁও, পাঁচ তারা হোটেলে, বাংলাদেশের ঢাকাতে)
যেখানে রেহান কবির –
সুপার মডেল অফ ইন্ডিয়া পুরস্কার পেয়েছিলেন।

রেহান কোবির জানিয়েছেন –
তিনি এবং তার সমস্ত টিম মেম্বার্স বাংলাদেশে আবারো অনুষ্ঠান করতে চান।

কিন্তু এবার একা নয় –
এবার আমরা তার সঙ্গে “ছোট বউকেও” মানে দেবিকা মুখার্জিকে দেখতে পাব।

রেহান কোবির জানিয়েছেন –
পদ্মা সেতু তৈরি হওয়ার পর,
সর্বপ্রথম একজন ভারতীয় শিল্পী হিসাবে তিনি এবং তার গ্রুপের মানুষজন, এই সেতুর ওপর দিয়ে যাত্রা করেছিলেন –
শ্যামলী বাস পরিবহনের হাত ধরে।

“প্যান্ডেমিক্ সিচুয়েশনে”
সারা বিশ্ব দু-বছরের জন্য
স্থির হয়ে গিয়েছিল,
আর এর দু-বছর আগেই
ভারতীয় প্রধানমন্ত্রীর হাত ধরে
ভারত বাংলাদেশ মৈত্রী বন্ধনের এই পরিবহন শুরু হয়েছিল।

কিন্তু প্যান্ডামিক্ এসে সব থামিয়ে দিয়েছিল।

আর প্যান্ডমিকের পর যখন বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হলো –
বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম্ অ্যাওয়ার্ড

আর এই অ্যাওয়ার্ড শোতে পুরস্কৃত হতে পেরে
নিজেকে ভীষণ আনন্দিত ও গর্বিত মনে করেছিলেন রেহান কবির।

তাই যখন প্রথম রেহান কবির বিশ্বের দীর্ঘতম “সেতু পদ্মা” সেতুর কথা জানতে পারেন।
তখন তিনি ইচ্ছে প্রকাশ করেন
ঢাকা শহরে তিনি বিমানে করে নয় –
বাসে করে যেতে স্বাচ্ছন্ন বোধ করেছিলেন, কারণ “পদ্মা সেতুর” ওপর থেকে একজন শিল্পী হিসেবে প্রথম যাত্রা তার কাছে বিরাট একটা অনুভূতি।

এবং এই “পদ্মা সেতু” রেহান কবিরের কাছে এত প্রিয় হয়ে উঠেছিল,

ফেরার পথেও শ্যামলী বাস পরিবহনের সহযোগিতায় পদ্মা সেতুর উপর থেকে তিনি ফিরেছিলেন।

আর এই খবরটি ভারতীয় ইন্টারন্যাশনাল নিউজ “ইন্ডিয়া টাইম্” সে প্রচারও হয়েছিল।

রেহান কোবির জানিয়েছেন –
বাংলাদেশের মানুষজনের কাছ থেকে
অত্যধিক অতিথি আপ্যায়ন ও ভালোবাসা পেয়েছেন তিনি।

আর বাংলাদেশের মানুষের জন্য,
একটা কথাও বলেছেন তিনি
বাংলাদেশের মানুষ খুব সহজে মানুষকে আপন করে নিতে জানে,
কারণ একজন বাংলাদেশী অচেনা ব্যক্তির সাথে পাঁচ মিনিটের জন্য কথা বললেও,
তারা নিজের বাড়িতে আপনাকে আমন্ত্রণ ও নিমন্ত্রণ দুটোই করে দেয়।

মডেল রেহান কোবির অনেক কাজ করতে চলেছেন বাংলাদেশের সাথে, বাংলাদেশের সাথে আরও অনেক-অনেক কাজ তিনি করতে চান ভবিষ্যতে ইচ্ছা প্রকাশ করলেন।

যেহেতু মডেল রেহান কোবির ট্রেড ফেয়ার (বাণিজ্য মেলার)
নিজেও ব্র্যান্ড অ্যাম্বাসেডর,
সেহেতু আমাদের বাংলাদেশের সকলকে এই মেলায় আমন্ত্রণ জানায় ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: