মানিক হোসেন, রাজশাহী(বিভাগীয়)প্রতিনিধি :
১৬ ডিসেম্বর, রক্তস্নাত বিজয়ের ৫১তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাথা উচু করার দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ আর এক সাগর রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য। এই দিন উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সভাপতি মীর তোফায়েল হোসেন, সেক্রেটারি জাহিদ হাসান সাব্বিরসহ ফোরামের সকল সদস্য।
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র দপ্তর সম্পাদক আশিকুর রহমান আশিকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বিনম্র শ্রদ্ধা জানিয়ে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র সভাপতি মীর তোফায়েল হোসেন জানসন, পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এইদিনে আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।
৪৯ বছরের প্রাপ্তি ও প্রত্যাশার বিশ্লেষণ হচ্ছে সর্বত্র। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে আজ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মা পেয়েছে শান্তি- ঘৃণ্য যুদ্ধাপরাধীদের অনেকের বিচার সম্পন্ন হয়েছে। আজ পরম শ্রদ্ধা আর ভালবাসায় পুরো জাতি স্মরণ করবে মুক্তিযুদ্ধে আত্মদানকারী লাখো শহীদদের। যাদের জীবন উৎসর্গে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম’র পক্ষ থেকে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাব্বির জানান, আজ প্রত্যয় ব্যক্ত হবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার। আনন্দ অনেকভাবেই আসতে পারে জীবনে। কিন্তু মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খলমুক্তির জন্য প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দের কোনো তুলনা হয়! ৫৫ হাজার বর্গমাইলের এই সবুজ দেশে ৪৭ বছর আগে আজকের এই দিনে উদিত হয়েছিল বিজয়ের লাল সূর্য। মুক্তিপাগল বাঙালি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছিলো। যে সূর্য কিরণে লেগে ছিল রক্ত দিয়ে অর্জিত বিজয়ের রং। সেই রক্তের রং সবুজ বাংলায় মিশে তৈরি করেছিল লাল সবুজ পতাকা।
সেদিনের সেই সূর্যের আলোয় ছিল নতুন দিনের স্বপ্ন, যে স্বপ্ন অর্জনে অকাতরে প্রাণ দিয়েছিল এ দেশের ৩০ লাখ মানুষ। নয় মাসের জঠর-যন্ত্রণা শেষে এদিন জন্ম নেয় একটি নতুন দেশ, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের উল্লাস বেঁচে থাকুক দেশের প্রতিটি মানুষের হৃদয়ে।
আপনার মতামত লিখুন :