রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ প্যানেলের জয়


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২ । ৯:৪৫ অপরাহ্ণ
রাবি শিক্ষক সমিতির নির্বাচনে হলুদ প্যানেলের জয়

মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়) প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির কার্যকরী সংসদের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের শিক্ষক লাউঞ্জে নির্বাচনটি অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকেল ৪টা থেকে গণনা শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়।

নির্বাচনে শিক্ষক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কমিটির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামরুজ্জামান প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনের ভোট গণনা শেষে ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক মো. কামরুজ্জামান ফলাফল ঘোষনা করেন।

এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে দুইটি প্যানেল অংশগ্রহন করেন। মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ প্যানেল) এবং বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ৪৯৯ ভোট পেয়ে (হলুদ প্যানেল) সভাপতি পদে জয় লাভ করেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহ-সভাপতি পদে ৫৪৪ ভোটে (হলুদ প্যানেল) অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (রাসেল), কোষাধ্যক্ষ পদে ৫৪৮ ভোটে (হলুদ প্যানেল) ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম, সাধারন সম্পাদক পদে ৫১৫ ভোটে (হলুদ প্যানেল) মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী, সহ-সাধারণ সম্পাদক পদে ৫৪৮ ভোটে (হলুদ প্যানেল) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ (রানা) নির্বাচিত হয়েছেন।

মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে (হলুদ প্যানেল) নির্বাচন করে ১০ জন সদস্য পদে নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্যরা হলেন, আইবিএস এর অধ্যাপক জাকির হোসেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা, চিত্রকলা-প্রাচ্যকলা-ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নাজনীন আকতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. রাশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের পক্ষ থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহ-সভাপতি ফার্মেসী বিভাগের অধ্যাপক মীর ইমাম ইবনে ওয়াহেদ (রাসেল), কোষাধ্যক্ষ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সৈয়দ এম এ ছালাম, সাধারণ সম্পাদক মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. বোরাক আলী, যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. সুলতান মাহমুদ (রানা)।

এ ছাড়া সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন আইবিএস এর অধ্যাপক জাকির হোসেন, গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক সুভাষ চন্দ্র সুতার, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লা আল-মামুন ভূঁঞা, চিত্রকলা-প্রাচ্যকলা-ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নাজনীন আকতার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সারওয়ার আলী (মুন), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আবু নোমান মুহাম্মদ মাসউদুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. সাবিনা ইয়াছমীন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক অমিতাভ সাহা, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউমান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মো. রাশেদ আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রফিকুল আহসান।

এ ছাড়া সাদা প্যানেল বা বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপের সভাপতি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগহন করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. আশরাফুজ্জামান, সহ-সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. নূরুল হক মোল্লা, কোষাধ্যক্ষ হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক দিলআরা হোসেন (রুনা), সাধারণ সম্পাদক লোক প্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হক (প্রিন্স), যুগ্ম-সম্পাদক ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. আবু সাঈদ জুয়েল।

এ ছাড়া সাদা প্যানেল থেকে সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আক্তার আলী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মেসবাহুল আলম (বাবু), ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক এম. আল বাকী বরকতুল্লাহ, আইইআর এর অধ্যাপক আকতার বানু (আলপনা), আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন (রাকিব), ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের অধ্যাপক মো. গোলবার হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবর রহমান (রঞ্জু), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মু. ইকবাল আজিজ খান (পলাশ), ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. আব্দুল হান্নান এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন (সোহেল)।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: