রাজশাহীতে বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২২ । ১০:৫৫ অপরাহ্ণ
রাজশাহীতে বিএনপির দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে যুবলীগের বিক্ষোভ

মানিক হোসেন, রাজশাহী (বিভাগীয়)প্রতিনিধি :

সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ ও বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর যুবলীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ ডিসেম্বর) বেলা ৪ টায় কুমারপাড়াস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলে নেতৃত্ব দেন মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ডাবলু সরকার। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদিক্ষন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে মহানগর যুবলীগের সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভাপতির বক্তব্যে রমজান আলী বলেন, বিএনপি এখন একটি নিস্ক্রিয় দলে পরিনত হচ্ছে জনগণের কাছে তাদের গ্রহণ যোগ্যতা কমে গেছে। রাজশাহীতে বিভাগীয় গণসমাবেশ করে তারা নিজেদের অস্তিত্ব বুঝতে পেরেছে। বক্তব্যে রমজান আলী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন, এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত থাকার জন্য নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: