ইমাদুল হক ইমন :
কি আসে যায় মানুষের কথায়! আমিই পারবোই এবং পেরেছি। আজ শুনবো হার না মানা এক সাহসি নারীর গল্প। নাম তারঃ মাহবুবা আক্তার জাহান (বাঁধন), বাড়ি রাজশাহী। সেই ২০২০সালের এক কথা তিনি ঝাল মুড়ি মসলা নিয়ে নতুন নতুন কাজ শুরু করেন।
এবং রাজশাহী বড় একটি ফুডিস গ্রুপে পোস্ট করেন, সেই পোস্টে মানুষ বুঝে না বুঝে নানান ধরনের কমেন্ট করে। তবুও তিনি ভেংঙ্গে যাননি তিনি আবার নতুন করে শুরু করেছেন এবং দেখিয়ে দিয়েছেন আমিও পারি। যার প্রমান প্রথম আলো পত্রিকায় বাঁধনের বাজিমাত। তিনি এই নিয়ে ফেসবুকে পোস্ট ও করেছেন নিচে তুলে ধরা হলো।
আমার ব্যবসা জীবন শুরুর মুহুর্ত টি খুব একটা ভালো ছিল না। রাজশাহী ফুডিস গ্রুপ বলে একটা গ্রুপ আছে। সে গ্রুপে জীবনের প্রথম একটা পোস্ট দিয়েছিলাম ২০২০ সালে। তখন আমি উইয়েও নতুন।
ঝাল মুড়ি মসলা ব্যাপার টা পুরো রাজশাহী কেন কোথাও কেউ তেমন জানতো না যে অনলাইনে ঝাল মুড়ি মসলা নিয়ে কাজ করা যাবে।
রাজশাহীর সেই স্থানীয় গ্রুপে প্রথম দিনে প্রথম পোস্ট করে বিশাল ধাক্কা খেলাম। কমেন্ট পড়ে কেঁদেছিলাম অঝরে! ভেবেছিলাম আমার প্রানের শহরের মানুষ এমন কেন! নিজের আপন যায়গার মানুষ বলে কষ্ট বেশি পেয়েছিলাম।
কিন্তু প্রতিবাদ করিনি। চুপ ছিলাম। আমি বরাবরই চুপ থাকার দলে। আমি সব সময় আল্লাহ ভরসা করে চলি। অন্যের দেয়া কষ্ট মনে পুষে রাখিনা। মনে মনে শক্তি অর্জন করেছি,শুধুই সামনে তাকিয়েছি। আমি আর ওই রাজশাহীর ফুডিস গ্রুপে কখনো পোস্ট করিনি।
সেই ঝাল মুড়ি মসলা নিয়ে প্রথম আলোয় আমার রিপোর্ট হইছে ২০২১ এর ডিসেম্বরে। অর্থাৎ ট্রল হবার এক বছরের মধ্যেই। কয়েকটা বাজে কমেন্ট করেছিল সেই গ্রুপে।
ঝাল মুড়ি মসলা বেঁচে বাড়ি বানানোর প্ল্যান নাকি?
কুকুরের ইমুজি দিয়েছিল,অনেক তামাশা আর খারাপ কমেন্ট করেছিল। অনেক কে মেনশন দিয়ে দিয়ে হাসি ঠাট্টা করেছিল।
অনেক মেয়েও আমায় নিয়ে বাজে মন্তব্য করেছিল।
না ভাই, নিজেকে এতবড় সফল ভাবিনা, গাড়ি বাড়ি করতেও পারিনি, তবে চেষ্টা করি স্বাধীনভাবে বাঁচতে, অন্যের কাছে হাত না পাততে। এরপর থেকে জীবনে আর কোন গ্রুপে একটিভ হইনি উই ছাড়া। উই আমার সকল প্রাপ্তির একমাত্র স্থান।
আজ একদিনে ৫ হাজার টাকার ঝাল মুড়ি মসলা, ৫৬৪ কেজি গুড় আর ৯০ কেজি কুমড়ো বড়ি, ৩ মন সরিষার তেল, ঘি ২ কেজি, মধু সহ ছাই চলে গেছে ২ মণ।সকাল থেকে মেসেজের চাপে আছি। শুকরিয়া শুধুই আল্লাহর।
কেউ নিরাশ বা হতাশ হবেন না প্লিজ! যেখানেই পড়ে যাবেন সেখান থেকেই উঠে দৌড়ান! হাটবেন না, শুধুই দৌড়াবেন।আমার নতুন জীবনের সন্ধান উই।
আপনার মতামত লিখুন :