প্রথমবারের মতো বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের আয়োজনে চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২২ । ৪:১২ অপরাহ্ণ
প্রথমবারের মতো বাংলাদেশ মার্শাল আর্ট স্কুলের আয়োজনে চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হতে চলেছে

মোঃ জাহিদ হাসান , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ২৪/১২/২২ইং শনিবার প্রথমবারের মতো বাংলাদেশ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় অনুষ্ঠিতব্য “১ম বাংলাদেশ স্কুল কাপ কারাতে চ্যাম্পিয়নশীপ- ২০২২” এ প্রতিযোগিতাটি অনুমোদনে বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত দেশের সর্ববৃহৎ মার্শাল আর্ট সংস্থা বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও এসকেএসএ ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সোতোকান কারাতে-দো স্পোর্টস এসোসিয়েশন বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজনে বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল।

এইচ.এম.এন.সি. রানা (সভাপতি) বি.এম. এ. এস. এস জাতীয় ও আন্তর্জাতিক কারাতে রেফারি জার্জ, প্রশিক্ষক ও পরীক্ষক জানান,কারাতে খেলা ও প্রশিক্ষনকে মাননীয় প্রধানমন্ত্রী মাধ্যামিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক্রীড়ার আওতাধীন ঘোষনার কারনে কারাতে প্রশিক্ষণ যতটা স্বীকৃতি পেয়েছে তার ধারাবাহিকতা আরো বৃদ্ধির লক্ষেই আমাদের দেশে ও উত্তরবঙ্গে এই প্রথম বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল অয়োজন করছে বাংলাদেশ স্কুল কাপ কারাতে চ্যাম্পিয়নশীপ ২০২২।

আমাদের সংস্থার সভাপতি সকলের প্রতি বলতে চেয়েছেন ” বিএমএএসএস এর এই কারাতে প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সারা দেশের স্কুল কলেজে কারাতে প্রশিক্ষণ ও খেলাকে আরো জনপ্রিয় করার মাধ্যমে দেশের কিশোর ও যুব সমাজকে মাদকমুক্ত রেখে দেশে ও বিদেশে কারাতের মাধ্যমে নিজের, দেশের ও সেই সাথে বিশ্বের মাঝে বাংলাদেশকে সম্মানিত করা”।

তাই আমরা দেশের সকল মহলের সার্বিক সহযোগিতার পাশাপাশি সকল স্কুল ও কলেজের ব্যাবস্থাপনা পর্ষদের কাছে অনুরোধ বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও এসকেএসএ বাংলাদেশের সহযোগিতায় আমাদের যুগান্তকারী ক্রীড়া উদ্যোগ “বাংলাদেশ স্কুল কাপ কারাতে প্রতিযোগিতা ২০২২” সফলে সহমত এবং সফলতার স্বাক্ষরে একসাথে থাকার।

আব্দুল কারিম সাধারণ সম্পাদক বি.এম.এ.এস.এস (কারাতে প্রশিক্ষক ও পরীক্ষক) জানান, এই প্রতিযোগিতায় দেশের অনেক জেলা হতে স্বীকৃত বহুল কারাতে ক্লাবের ছাত্র-ছাত্রীরা স্ব স্ব স্কুল ও কলেজের মাধ্যমে অংশগ্রহন ও খেলা পরিচালনায় জাতীয়/আন্তর্জাতিক কারাতে সনদপ্রাপ্ত কারাতে রেফারী ও জার্জ সহ কমপক্ষে ২০০ জনেরও বেশি কারাতে ক্রীড়ামোদীর অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।

আরো প্রত্যাশা রয়েছে বিশেষ আমন্ত্রিত এবং অতিথি হিসেবে সম্মানিত ও নামীদামী সংস্থার প্রধানদের উপস্থিতির পাশাপাশি রয়েছে প্রিন্ট মিডিয়া এবং ইলেক্ট্রনিক মিডিয়া কভারেজ। যা আপনার কারাতে ছাত্র/ছাত্রীদের মধ্যে ক্রীড়া মেধা বিকাশ, প্রচার ও প্রদর্শনের জন্য একটি দুর্দান্ত প্লাটফরম হতে পারে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: