মোঃ জাহিদ হাসান , চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রতিনিধি :
মঙ্গলবার (১৫ নভেম্বর) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক ১ জন আসামীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত আসামী হলেন, মোঃ ইব্রাহিম বিশাস,এর ছেলে মোঃ মিনহাজ উদ্দিন (৪২)
রাজশাহীর একটি অপারেশন দল ১৫ নভেম্বর ২০২২ ইং তারিখ ২৩:৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন শিবতলা মোড় এলাকা হতে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার মামলা নং ২১, তারিখ ১৩/১১/২০২১, জিআর নং ৫০৯/২১(নবাবগঞ্জ), প্রসেস নং-৩৬১/২২, তারিখ ০৮/০৯/২০২২ মোতাবেক ২০১৮ সালের মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ছিলেন মোঃ মিনহাজ উদ্দিন।
আরও যানা যায়, র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিলেন।
উপরোক্ত ঘটনায় উক্ত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করেছেন।
আপনার মতামত লিখুন :