ক‌বি আবুল বশর আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২২ । ৪:১৯ অপরাহ্ণ
ক‌বি আবুল বশর আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত

শ‌হিদুল ইসলাম :

সুনামগঞ্জ জেলা আওয়ামীলী‌গের প্রতিষ্ঠাতা সভাপ‌তি, যুক্তরাজ্য প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বি‌শিষ্ট সমাজ সেবক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক, সংঘঠক মরহুম ক‌বি আবুল বশর আনসারীর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আছর সি‌লেট নগরীর চৌ‌খি‌দে‌কিস্থ ক‌বির বাসভবন জে‌নেত ক‌টেজ এ দোয়া মাহফিল অনু‌ষ্ঠিত।

যুক্তরা‌জ্যে থে‌কে ভার্চুয়ালী দোয়ায় অংশগ্রহণ করেন মরহুম ক‌বি আবুল বশর আনসারীর সু‌যোগ‌্য বড় মে‌য়ে লন্ডন টাওয়ার হেম‌লেটস্ এর সাবেক ডেপু‌টি স্পিকার ও কাউ‌ন্সিলর মাদার জে‌নেত রহমান।

দোয়া মাহফিল উপ‌স্থিত ছি‌লেন মরহুম ক‌বি আবুল বশর আনসারীর সদ্য দেশে আসা সু‌যোগ‌্য না‌তী যুক্তরাজ‌্য, ক্রয়ডন এর কাউন্সিলর ও সা‌বেক মেয়র হুমায়ুন ক‌বির, যুক্তরাজ‌্য ক‌মিউ‌নি‌টি নেত্রী রা‌হেনা ক‌বির চৌধুরী, যুক্তরাজ‌্য ক‌মিউ‌নি‌টি নেত্রী রুহুন চৌধুরী, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন ‌কেন্দ্রীয় ক‌মি‌টি বাংলা‌দেশ এর প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, আবুল মনছুর জু‌য়েল, সুলতানা আক্তার বানু, মুস‌লিমা আক্তার বানু, কাজী দিদার মিয়া, মাইশা চৌধুরী, হুমায়রা চৌধুরী সহ স্বানীয় ব‌্যক্তিবর্গ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: