সর্বশেষ :

যুক্তরাজ্য ক্রয়ডন শহ‌রের কাউন্সিলর ও সা‌বেক মেয়র হুমায়ুন ক‌বি‌রের সা‌থে মতবিনিময় সভা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২২ । ১০:০৯ অপরাহ্ণ
যুক্তরাজ্য ক্রয়ডন শহ‌রের কাউন্সিলর ও সা‌বেক মেয়র হুমায়ুন ক‌বি‌রের সা‌থে মতবিনিময় সভা

শ‌হিদুল ইসলাম :

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে যুক্তরাজ্যে ক্রয়ডন শহ‌রের কাউন্সিলর, সা‌বেক মেয়র, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডারদের মতবিনিময় হয়েছে। মৌলভীবাজার শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় অনু‌ষ্ঠিত হয়।

মৌলভীবাজার থেকে প্রকাশিত দৈনিক বাংলার দিন ও দৈনিক মৌলভীবাজার বার্তার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পত্রিকা দু’টির সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ এর সভাপতিত্বে ও মাহমুদুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যের ক্রয়ডন শহ‌রের কাউন্সিলর ও সাবেক মেয়র হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও কমিউনিটি লিডার জুবায়ের কবির, বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি লিডার রাহেনা কবির চৌধুরী, সমাজকর্মী ও কমিউনিটি লিডার হালিমা কবির চৌধুরী, লেখক ও শিক্ষক সাওদা মুমিন।

বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, নুরুল ইসলাম শেফুল, বকশী মিছবাহ উর রহমান, বিশিষ্ট লেখক ও সমাজসেবক ড. মোহাম্মদ আবু তাহের, অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা কমিউনিটি লিডারদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা বিদেশেও এদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। দেশের বন্যা, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আর্থিক সহযোগিতা করছেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: