শিক্ষকের মৃত্যুতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২ । ১১:৩২ অপরাহ্ণ
শিক্ষকের মৃত্যুতে বশেমুরবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
মঙ্গলবার রাত ২ টায় খুলনার তেরখাদায় নিজ বাড়িতে তিনি পরলোক গমন করেন। বিষয়টি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়।

তারা জানান, গত দুমাস ধরে তিনি ক্যান্সারের জন্য খুব অসুস্থ ছিলেন।এসময় তিনি বাড়িতে অবস্থান করতেন।
উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুবের উদ্যোগে রাহাত হাসানের লাশ ক্যাম্পাসে নিয়ে আসা হয়৷পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও সহস্রাধিক শিক্ষকের উপস্থিতিতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময়ে বিভিন্ন বিভাগের শিক্ষক ও তার সহকর্মীরা নানা স্মৃতিচারণ করেন।

এ সময়ে উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, মৃত্যু মানুষের অবধারিত। তবে কিছু কিছু মৃত্যু মেনে নিতে কষ্ট হয়৷ এমনি এক বিদায় সবার মনে দাগ কেটে গেছে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।
মৃত্যু কালে তিনি এক সন্তানসহ অজস্র গুণগ্রাহী রেখে গিয়েছেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: