কাজের মাঝে ডুবে থাকতে চাই : মোহনা মীম


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২২ । ১:৫৬ অপরাহ্ণ
কাজের মাঝে ডুবে থাকতে চাই : মোহনা মীম

 

রিফাত রাহুল খাঁন –

বাংলাদেশের মেয়ে মোহনা মীম ভারতীয় বাংলা টেলিভিশন স্টার জলসার ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে অভিনয় করে আলোচনায় আসেন। গুলশানা চরিত্রে অভিনয় করে ২ বাংলায় পরিচিতি পান তিনি। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন-এক’ বিজয়ী মোহনা মীম। তারপর তিনি বেশকিছু নাটক ও টেলিফিল্মে কাজও করেছেন।এরপর
২০১৫ সালে ‘লালচর’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করে তার বড় পর্দায় অভিষেক হয়েছে। পরে ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় স্টার জলসার ধারাবাহিকে যুক্ত। সেখানেও পেয়েছেন সাফল্য। সম্প্রতি তিনি বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় মেগা ধারাবাহিক নাটক ‘ষন্ডা পান্ডা” তে জুঁই চরিত্রে অভিনয় করেছেন। জুঁই চরিত্রটি প্রসঙ্গে জানতে চাইলে মোহনা মীম জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা কে বলেন ; বৃন্দাবন দাসের রচনায় প্রতিটি চরিত্রের আলাদা আলাদা বিশেষত্ব আলাদা আলাদা সৌন্দর্য থাকে৷ জুঁই চরিত্রটিও তেমনি একটা চরিত্র; এ চরিত্রটির আলাদা একটা সৌন্দর্য ও বিশেষত্ব রয়েছে। যখন নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে তখন দর্শক বুঝতে পারবে। নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। নাটকটি পাবনার ভাষায় রচিত। ছোটবেলা থেকেই সালাউদ্দিন লাভলুর পরিচালনা ও বৃন্দাবন দাসের রচনার নাটক দেখে এসেছি ।এ নাটকে গুণী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি; কাজ করে ভীষণ ভালো লেগেছে। অভিনয়ের অনেক খুঁটিনাটি বিষয় এ ধারাবাহিক নাটকে কাজ করতে পেরে শিখতে পেরেছি। আশা করব; ভবিষ্যতে কাজে লাগাতে পারব৷ নিয়মিত অভিনয় করে যেতে চাই। উল্লেখ্য ;

আত্মহত্যাবিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র ‘জীবন পাখি’ শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি পেয়েছে। এই সিনেমাতে তিনি মমতা চরিত্রে অভিনয় করেছেন। এটি মূলত আত্মহত্যা প্রতিরোধমূলক একটি সিনেমা। আত্মহত্যা না করে সুস্থ-সুন্দর জীবনে ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে মীম বলেন, সিনেমার মুক্তির দিনেই আমি প্রেক্ষাগৃহে গিয়েছি। দর্শক সিনেমাটি দেখছেন। এটি ভিন্ন ঘরানার সিনেমাটি। আশা করছি, সিনেমাটি দর্শক দেখলে তাদের ভালো লাগবে। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ জানাচ্ছি।তিনি যোগ করে আরও বলেন ছোটপর্দার পাশাপাশি রূপালী জগতে এবং ওয়েব সিরিজে কাজ করতে চাই।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: