বিনোদন প্রতিবেদক
করোনা মহামারির কারণে টানা দুই বছর পর বন্ধ থাকার পর কলকাতার প্রাণকেন্দ্র নন্দনে শুরু হলো ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। পাঁচ দিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা হয়েছে শনিবার (২৯ অক্টোবর)।
এ দিন নন্দন-১ এ প্রদর্শিত হয় ‘হাওয়া’ সিনেমাটি। টলিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী ও তার স্ত্রী চিত্রনায়িকা শুভশ্রী গাঙ্গুলিও সিনেমাটি দেখেছেন।
পরে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুগ্ধতার কথা। ছবির অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে সস্ত্রীক তোলা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
রাজ লিখেছেন, “কাল নন্দন-এ চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে ‘হাওয়া’ দেখে মুগ্ধ। অসাধারণ অভিনয়, ক্যামেরা, ডিরেকশন এবং যার কথা সব থেকে বেশি বলতে হয়, তিনি চঞ্চল চৌধুরী। তিনি আসলেন, অভিনয় করলেন এবং জয় করে নিলেন আমাদের মন। পুরো কাস্ট-ক্রুকে ধন্যবাদ অসাধারণ এই ছবি তৈরির জন্য।”
ছবির মন্তব্যের ঘরে পশ্চিমবঙ্গের অনেক মানুষ বাংলাদেশের সিনেমা, ওয়েব কনটেন্টের প্রশংসা করেছেন। সেইসঙ্গে, নিয়মিত কলকাতায় বাংলাদেশের ছবি দেখার সুযোগ চান তারা।
আপনার মতামত লিখুন :