মোঃ জাহিদ হাসান (চাঁপাইনবাবাঞ্জ প্রতিনিধি):
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে ধাওয়া দিয়ে একটি নীলগাই ধরেছেন এলাকাবাসী। আজ বুধবার দুপুরে ২৬ অক্টোবর উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বারিক বাজার এলাকায় ১৫-২০ জন মিলে নীল গাইটিকে সবাই মিলে ধরেন।
এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ দেখতে পাই গলায় দড়ি পেঁচানো অবস্থায় নীলগাইটি বাগানে ছুটে বেড়াচ্ছে। এ সময় ১৫-২০ জন মিলে নীলগাইটিকে ধরে গাছে বেঁধে জনপ্রতিনিধিদের খবর দেই।’দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহা. আলমগীর বলেন, বন বিভাগ ও বিজিবিকে জানিয়েছি।
এরই মধ্যে বিজিবি নীলগাইটিকে চিকিৎসা দেওয়ার জন্য তাদের বিওপিতে নিয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে বন বিভাগের কাছে নীলগাইটি হস্তান্তর করা হবে।রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান চাপাই জার্নাল কে বলেন, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের বিষয়টি জানিয়েছেন।
একটি টিম শিবগঞ্জের উদ্দেশ্যে গেছে। তারা নীলগাইটিকে নিয়ে আসবে।
আপনার মতামত লিখুন :