সর্বশেষ :

সানন্দা বিউটি পার্লারের উদ্যোগে বিউটিশিয়ানদের নিয়ে দুইদিন ব্যাপী ফ্রি ক্লাস অনুষ্ঠিত


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২২ । ৪:২৮ অপরাহ্ণ
সানন্দা বিউটি পার্লারের উদ্যোগে বিউটিশিয়ানদের নিয়ে দুইদিন ব্যাপী ফ্রি ক্লাস অনুষ্ঠিত

বিনোদন প্রতিবেদক

বাংলাদেশের মেকওভার জগতে বেশ সফলতার সাথে দীর্ঘ বছর ধরে কাজ করে যাচ্ছেন সানন্দা বিউটি পার্লারের কর্ণধার শামীমা আক্তার কুসুম। দুইদিন ব্যাপী রাজধানীর ধোলাইড়পাড় এলাকায় ফ্রী ক্লাসের আয়োজন করেছিলেন তিনি। তিনি জানান; সানন্দা বিউটি পার্লার সব সময়ই চায় নতুনভাবে আবিষ্কার করতে৷ ফ্রি ক্লাসের মাধ্যমে ছাত্রীরা সফলভাবে ক্লাস করেছে। কেননা ক্লাসটি সম্পূর্ণ বিনামূল্যে ছিল৷ সানন্দা বিউটি পার্লার সব সময়ই ক্লাইন্টের চাহিদার কথা বিবেচনা করে কাজ করে৷ । ফ্রী ক্লাস করানো প্রসঙ্গে কুসুম জানান ; বাংলাদেশে যারা বিশাল বাজেট নির্ধারণ করে মেকওভার ক্লাস করে থাকেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই; বাজেট কমিয়ে সীমিত বাজেটে কাজ করুন ; যাতে করে অসহায় মেকআপআর্টিস্টও নিজের পায়ে দাঁড়াতে পারে…এটাই প্রত্যাশা৷ফ্রি ক্লাসে ৭০ জনের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছেন।

উল্লেখ্য; কুসুম কাজের স্বীকৃতি স্বরূপ কলকাতায় জুড়িবোর্ডে মেকআপ আর্টিস্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন। এছাড়াও বাংলাদেশে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন। তিনি জানান আগামীতে আরও মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়। সবাইকে যেন মানসম্মত কাজ উপহার দিতে পারি ।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: