বিনোদন প্রতিবেদক –
ঐতিহাসিক পদ্মা সেতুর পশ্চিমপ্রান্তের শেখ রাসেল সেনানিবাসে বসেছে দক্ষিণ এশিয়ার সংগীত নিয়ে সবচেয়ে বড় আয়োজন ‘ঐক্য ডট কম ডট বিডি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২২’-পাওয়ার্ড বাই মোনার্ক মার্ট।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এই জমকালো অনুষ্ঠানের আয়োজন বসে। শ্রেষ্ঠ নবাগত শিল্পী হিসেবে পুরস্কৃত হলেন নুজহাত সাবিহা পুষ্পিতা৷ পুষ্পিতা বলেন সর্বপ্রথম মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জানাই আমার পরিবারের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার দ্বিতীয় পরিবার চ্যানেল আই এর প্রতি। অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাই ফরিদুর রেজা সাগর স্যার, শাইখ সিরাজ স্যার এবং ইজাজ খান স্বপন স্যারকে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই “বসন্ত কাছে এলো” গানটির গীতিকার তারেক আনন্দ ভাই এবং গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন যিনি সজীব দাস দাদা কে। কেননা এই গানটির জন্যই আমি এই পুরস্কারটি পেয়েছি। এতো সুন্দর একটি গান আমাকে দেয়ার জন্য তাঁদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা। সর্বোপরি আবারও চ্যানেল আই এর প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে মূল্যবান এই পুরস্কার প্রদানের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই পুরস্কারের মান রাখতে পারি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ ও শাহীন আকতার রেনী।
শেখ রাসেলের জন্মদিনে পদ্মাসেতুর জাজিরা প্রান্তে আয়োজনের ১৭তম আসরটি তারায় তারায় পূর্ণ।
ভিন্ন কলেবরের এই আয়োজনে পারফর্ম করেন দেশের খ্যাতিমান কিংবদন্তী শিল্পী সহ এই সময়ের জনপ্রিয় শিল্পী, অভিনেতারাও।
জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন
অপু মাহফুজ ও সেরাকণ্ঠ খ্যাত সংগীতশিল্পী কোনাল।
আপনার মতামত লিখুন :