সর্বশেষ :

বশেমুরবিপ্রবিতে ‘শেখ রাসেল’ দিবস-২০২২


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২ । ৬:২০ অপরাহ্ণ
বশেমুরবিপ্রবিতে ‘শেখ রাসেল’ দিবস-২০২২

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি :

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মবার্ষিকী ও ‘শেখ রাসেল’ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিসমূহের মধ্যে সকাল সাড়ে ১০ টায় শেখ রাসেল হল চত্বরের সামনে বৃক্ষরোপন, বেলা ১১ টায় জন্মদিনের কেক কাটা ছাড়াও বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এদিকে বিকেল ৪ টায় শহীদ মিনার চত্বরে শিশুদের চিত্রাক্ষন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনাব ইমদাদুল হক সোহাগ (সহকারী প্রভোস্ট,শেখ রাসেল হল) বলেন, শেখ রাসেল যদি আজ বেঁচে থাকতেন তবে শান্তির দূত হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ পরিচালনায় একজন বিশ্বস্ত সহযোদ্ধা পেতেন।

তিনি আরও বলেন, শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা ও বিদেহী আত্মার শান্তি কামনা করি।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: