বনানীতে জেকে ফরেইন ব্রান্ডস এর ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২২ । ১:০৬ পূর্বাহ্ণ
রিফাত রাহুল খাঁন :
গতকাল রাজধানীর বনানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জেকে ফরেইন ব্রান্ডস এর ৯ম বর্ষপূর্তি । চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া’র উপস্থিতিতে কেক কেটে পালন করা হয়েছে।
চিত্রনায়ক আরেফিন শুভ বলেন;যখনি আমার পরিচিত কেউ জিরো থেকে কোন কিছু
বড়তে পরিণত করে তখন মনে হয়। আমি করেছি। ভীষণ ভালো লেগেছে ৯ বছরে শূন্য থেকে এসেছে। মারিয়া আর ফারিয়া আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে যারা কাজ করছেন…তারাও আজকের এ দিনটির অংশীদার। বনানীতে
জেকে এর বিশাল বড় মল হবে এটা নিয়ে আশাবাদী । ৯ বছরের যাত্রা প্রসঙ্গে জেকে ফরেইন ব্রান্ডের প্রতিষ্ঠাতা ইসরাত জাহান মারিয়া জানান; কাজটা চ্যালেঞ্জ ছিল। আমি আত্মনির্ভরশীলভাবে কাজটি করেছি। ৯ বছরে অনেক শুভাকাঙ্ক্ষী যারা জেকে এর আজকের সাফল্যের অংশীদার। সকলের দোয়া কামনা করছি। আন্তর্জাতিকভাবে জেকে ফরেইন ব্রান্ডস প্রোমোট করার জন্য আশা বাদী। আমার ধারণা ছিল কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করা যায়। যারা ব্লগার; ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের আজকের এ দিনটির তারাও অংশীদার । নুসরাত ফারিয়া জানান; জেকে ফরেইন ব্র্যান্ডস আমার পরিবার। অনেক অনেক শুভ কামনা সব সময়।
সরণ রহমানের উপস্থাপনা আজকের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে৷
Like this:
Like Loading...
Related
আপনার মতামত লিখুন :