মোঃ জাহিদ হাসান,
(চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি):
মঙ্গলবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন এর আয়োজনে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
প্রথমেই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর বঙ্গবন্ধু মঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খান কেক কেটে শুভ জন্মদিন পালন করেন।
সকাল ৯ টায় বঙ্গবন্ধু মঞ্চ থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, সিভিল সার্জনের কার্যালয়, ক্লাব সুপার মার্কেট, গাবতলা মোড়, নবাবগঞ্জ সরকারি কলেজ, পুরাতন স্টেডিয়াম এবং পুলিশ সুপারের কার্যালয় প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে এসে পুনরায় শেষ হয়।
সকাল ১০ টায় বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সরাসরি প্রদর্শন শুরু হয়। ১১ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ -০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, বিশেষ অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত সংসদীয় আসন-৩৩৮ জনাব ফেরদৌসী ইসলাম জেসি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার)।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জর্জ কোর্টের এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার মাজিস্ট্রেটগন এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দসহ শহরের বিভিন্ন স্কুলের কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা।
আপনার মতামত লিখুন :