মোঃ জাহিদ হাসান :
শনিবার (১৫ অক্টোবর ) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ কে এম গালিভ খাঁন সকাল ৯ টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন।
এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। তারপর পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে র্যালিটি শেষ হয়।
এই সময় হাত ধোয়ার সঠিক নিয়ম ছাত্র-ছাত্রীদের শেখানো হয় ও হাত ধোয়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ কে এম গালিভ খান এবং মুখ্য আলোচক ছিলেন জনাব অমিত কুমার সরকার।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহ অনান্যরা।
তাছাড়া বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে এই কর্মসূচীকে আরো বেগবান করেন।
আপনার মতামত লিখুন :