বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বিজয় দিবস হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সোলায়মান হোসেন। আগামী ৩ বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (১০ অক্টোবর ) ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিজয় দিবস হলের প্রভোস্ট মো. শফিকুল ইসলামের দায়িত্বকালের মেয়াদ পূর্ণ হওয়ায় তদস্থলে একই বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসেনকে এই দায়িত্ব প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক স্বার্থে এ আদেশ জারি করা হয়। এ বিষয়ে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্ট সোলায়মান হোসেন বলেন, আমাকে এই দায়িত্ব প্রদান করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।আমার এ দায়িত্ব পালনকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তা কামনা করছি।
আপনার মতামত লিখুন :