বশেমুরবিপ্রবি প্রতিনিধি :
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘ফিদেল কাস্ত্রো শাইনিং পারসোনালিটি এ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী তানভীর আহমেদ । তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এলএলবি পাশ প্রোগ্রামের ২০১৭-১৮ বর্ষের সাবেক শিক্ষার্থী ।বর্তমানে তিনি গোপালগঞ্জের টেকনিক্যাল বিএম স্কুল এ্যান্ড কলেজের প্রিন্সিপ্যাল হিসেবে কর্মরত রয়েছেন।
সম্প্রতি শেরে-বাংলা-এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা ।
বিজ্ঞপ্তিতে করোনা কালীন সময়ে তানভীরের জনসচেতনতা, পথশিশুদের বস্ত্র ও খাদ্য সরবরাহ এবং সমাজের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এ্যাওয়ার্ড প্রদানের কথা জানানো হয় । এছাড়াও এ্যাওয়ার্ড প্রাপ্তদের পরবর্তীতে সংগঠনটির সদস্য হিসেবে মনোনীত করার বিষয়ে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আনন্দ প্রকাশ করে তানভীর আহমেদ বলেন , একজন মানুষ হিসেবে সামাজিক কার্যক্রম করা সকলের কর্তব্য। তবে এর স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের।আমকে এই এ্যাওয়ার্ডের জন্য মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই।
শেরে-বাংলা-এ কে ফজলুল হক গবেষণা পরিষদের আহ্বায়ক মোঃএজে আলমগীর বলেন , আমরা সমাজের প্রতি বিভিন্ন বিষয়ে অবদান রাখার জন্য প্রতি বছর এই এ্যাওয়ার্ড প্রদান করি। সে হিসেবে এবারও এই আয়োজন করা হয়েছে । আশা করি এই পুরষ্কারের মাধ্যমে তাদের আরও সামাজিক কার্যক্রমের উৎসাহ বাড়বে।
আপনার মতামত লিখুন :