সর্বশেষ :

গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় নিহত ১ 


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২২ । ১১:২৫ অপরাহ্ণ
গোমস্তাপুরে ডাকাত দলের হামলায় নিহত ১ 

মোঃ জাহিদ হাসান, (চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি) :

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের কুইচাগাড়া নামক স্হানে ডাকাত দলের হামলায় জুয়েল রানা নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (৫ অক্টোম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। সে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জুয়েল রানা (৩১)

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনাম মোল্লাহ বলেন, জুয়েল রানা ভোর ৬টার দিকে নাচোল উপজেলায় তার পেয়ারা বাগানে যাচ্ছিলেন। এসময় একদল ডাকাত তার পথরোধ করে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ বলেন, মরদেহ নিহতের বাড়িতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হবে। হামলাকারী ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

এলাকা বাসির মাধ‍্যমে জানা যায়, কানসাট-চৌডালা সড়কে রাতে পুলিশের টহল দল থাকলেও প্রায় ডাকাতির ঘটনা ঘটে। কিছু ডাকাত আইনশৃঙ্খলা বাহিনির হাতে আটক হয়ে কারাগারে গেলেও জামিনে ছাড়া পেয়ে ফের ডাকাতিতে জড়িয়ে পড়ছেন। এজন্য সন্ধ্যার পর ওই সড়কে মানুষের আনাগোনা কম থাকে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলি সরকার জানান আমরা ডাকাত ধরতে অভিযান অব্যাহত রয়েছে কাওকে ছাড় দেয়া হবেনা।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: