দেশের সাইবার নিরাপত্তায় উদীয়মান তরুণ উদ্যোক্তা মোঃ জাহিদুল ইসলাম
সভাপতি মোঃ ইউসুফ পারভেজ, সাধারণ সম্পাদক জি এম রোকনউদ্দীন রায়েদ আকন
গোদাগাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটি গঠন
রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা
কোচিংয়ে অগ্রিম কোর্স ফি বাতিল ও মাসিক বেতন নির্ধারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন
মানবতার আলোকবর্তিকা ডি এ পারভেজ — ন্যায় ও মানবাধিকারের অগ্রযাত্রী
রাজশাহীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খুলনায় দৈনিক ভোরের দর্পণ অফিসে চুরি, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লোপাট
গাজীপুরে রিভেরি রিসোর্টে অবাধে চলছে নারী ব্যবসা, মাদক ও জুয়ার আসর — এলাকাবাসীর মানববন্ধন ও রিসোর্ট বন্ধের দাবি
রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপির ৩১ দফা দাবিতে দুর্গাপুরে লিফলেট বিতরণ

শহিদুল ইসলাম, সিলেট প্রতিনিধি :
টিউমার অপারেশনের ক্ষেত্রে বিরল কৃতিত্ব দেখিয়েছেন সিলেটের চিকিৎসক ডা: খন্দকার আবু তালহার নেতৃত্বাধীন চিকিৎসক টীম। রোববার সকালে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খন্দকার আবু তালহা’র নেতৃত্বে মস্তিষ্কের জটিল টিউমারের বিরল ও অত্যাধুনিক অপারেশন’ আওয়েক ক্র্যানিওটমি (অধিশব ঈৎধহরড়ঃড়সু) সম্পন্ন হয়।
রোগীকে সজাগ রেখে মস্তিস্কের টিউমারের জটিল অপারেশনের মাধ্যমে চিকিৎসায় নতুন মাত্রা যোগ করেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নিউরো সাজারী বিভাগের এই বিশেষজ্ঞ চিকিৎসক টীম। প্রায় ২ ঘন্টাব্যাপী এই অস্ত্রোপচার চলাকালে আনেস্থেশিওলজিষ্ট ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ফারহানা সেলিনা।
রোগীকে সম্পূর্ণ সজাগ রেখে তার মস্তিষ্কের জটিল টিউমারের অপসারনের সময় রোগী স্বাভাবিকভাবে কথা বলেন, কোরআন থেকে তেলাওয়াত করেন, বাঁশী বাজান এবং স্ত্রীর সাথে মুঠোফোনে আলাপ করেন।
জটিল এই অপারেশন চলাকালে মানসিক বিভাগের অধ্যাপক ডাঃ সিদ্ধার্থ পাল, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ ফরিদ আহমেদ, এনেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নুরুল আমিন রোগীর সাথে বাক্যালাপ করেন। বাংলাদেশের প্রথম’ আওয়েক উল্লেখ্য যে, ২০০৯ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে সম্পন্ন হওয়া ক্র্যানিওটমি’ দলের সদস্য হিসেবে কাজ করেন ডাঃ খন্দকার আবু তালহা এবং ডাঃ ফারহানা সেলিনা।
ইতিপূর্বে ২০০৭ সালে ডাঃ খন্দকার আবু তালহা এবং ডাঃ ফারহানা সেলিনা জাপানের কোবে ইউনিভার্সিটি অফ মেডিকেল স্কুল হতে (অধিশব ঈৎধহরড়ঃড়সু)’ আওয়েক ক্র্যানিওটমি’র উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উক্ত অপারেশনে দলে অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে ছিলেন ডাঃ নাজিউর, ডাঃ অভিজিৎ, ডাঃ সুতপা, ইন্টার্ন চিকিৎসক ডাঃ মাহমুদা, ওটি টেকনিশিয়ান রিয়াদ ও ওটি বয় মুন্না।
আপনার মতামত লিখুন :