কাফ ইনজুরির কারণে ইতালি দল থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার ভেরাত্তি


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : সেপ্টেম্বর ২০, ২০২২ । ৪:৪২ অপরাহ্ণ
কাফ ইনজুরির কারণে ইতালি দল থেকে ছিটকে গেলেন মিডফিল্ডার ভেরাত্তি

আসন্ন নেশন্স লিগে  খেলা হচ্ছেনা ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তির। রোববার বদলী হিসেবে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমে কাফ ইনজুরিতে পড়েছেন পিএসজির এই মিডফিল্ডার।

অলিম্পিক লিঁওর বিপক্ষে রোববার লিগ ওয়ানের ম্যাচে ৬৪ মিনিটে ইনজুরিতে পড়ে ভেরাত্তি মাঠত্যাগে বাধ্য হন। ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে জয়ী হয় পিএসজি। ভেরাত্তির ইনজুরি নিয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি পিএসজি কোচ ক্রিস্টোফে গালটিয়ার।

ইতালির ম্যানেজার রবার্তো মানচিনি গণমাধ্যমে জানিয়েছেন ২৯ বছর বয়সী ভেরাত্তিকে শুক্রবার ঘরের মাঠ মিলানে ইংল্যান্ড ও তিনদিন পর বুদাপেস্টে হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে পাওয়া যাচ্ছেনা। এ সম্পর্কে মানচিনি বলেন, ‘ভেরাত্তি এবার আর খেলতে পারছেন না। তার বাম পায়ের কাফ ইনজুরি আছে। ব্যথার তীব্রতায় তার হাঁটতেও কষ্ট হচ্ছে। সম্ভবত আমরা তার পরিবর্তে ডেভিড ফ্রাত্তেসিকে দলে ডাকবো।’

পিএসজি নিশ্চিত করেছে ভেরাত্তি জাতীয় দল ছেড়ে প্যারিসের ক্লাবে ফিরে এসে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করবেন।

চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে নেশন্স লিগে গ্রুপ-এ ৩’এ জার্মানী ও শীর্ষে থাকা হাঙ্গেরির পরে তৃতীয় স্থানে রয়েছে আজ্জুরিরা।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
%d bloggers like this: