শোবিজ ডেস্ক :
অনন্ত জলিল-বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। মুক্তি পাওয়ার আগেই মালয়েশিয়াতে এই প্রথম একটি বাংলা সিনেমা ব্যাপক সাড়া জাগিয়েছে। এবার সিনেমাটির প্রচারণার জন্য গতকাল মালয়েশিয়া গেছেন অনন্ত-বর্ষা। আগামী ১৬ সেপ্টেম্বর দেশটির প্রজাতন্ত্র দিবস (মালয়েশিয়া ডে) উপলক্ষ্যে রাজধানী কুয়ালালামপুর, সেলানগর, জহুরবারু, কেদাহ, কেলান্তান, মালাক্কা, সেরেম্বান, পাহাং ও পেনাংসহ ৯টি রাজ্যে একযোগে ১৫ টি হলে মুক্তি পাবে সিনেমাটি।
অনন্ত জানিয়েছেন, মুক্তির দিন বর্ষাকে সঙ্গে নিয়ে কয়ালালামপুর টুইন টাওয়ারের সিনেমা হলে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখবেন। ১৮ সেপ্টেম্বর জহুর বারুর সিটি স্কয়ারের সিনেমা হলে উপস্থিত থাকবেন।
মালয়েশিয়ায় সিনেমাটি মুক্তি দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, আমি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে অনেক কৃতজ্ঞ, সিনেমাটি মুক্তির ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আমাকে ঋণী করেছে। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। এ ছাড়া মালয়েশিয়াতে আরও যারা আমাকে সহযোহিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞ। এখানে সবাই আমাদের সুন্দরভাবে যথেষ্ট সম্মান দিয়ে রিসিভ করেছেন।
মালয়েশিয়ায় অবস্থানরত বাঙালি ভাইবোনদের অনুরোধ করব, আপনারা সিনেমাটি দেখুন। আমরাও যে বিশ্বমানের সিনেমার প্রতিনিধিত্ব করতে পারি, সেটা অনুধাবন করুন।’ বর্ষা বলেন, ‘আমাদের অনেক সম্মান দিয়েছেন এখানকার আয়োজকরা। তাদের অন্তর থেকে ধন্যবাদ। আশা করছি আমাদের মালয়েশিয়া ভ্রমণ সুখকর হবে।’
আপনার মতামত লিখুন :