শোবিজ ডেস্ক :
তরুণ প্রজন্মের অন্যতম মেকআপ আর্টিস্ট ও ট্রেইনার সানন্দা বিউটি পার্লারের কর্ণধার শামীমা আক্তার কুসুম। তিনি সব সময়ই কাজের ধারায় নিয়ে আসেন চমক।এবারও তার ব্যতিক্রম নয়৷ দীর্ঘ সময়ে মেকওভার জগতে বেশ সুনাম কুঁড়িয়েছেন..নিজেকে নিয়ে গেছেন অনন্য পর্যায়ে৷ ২ দিনের মেকওভার ও হেয়ার স্টাইল এবং চুলের কালার তিনি তার নিজস্ব পার্লারে কোর্স বিনামূল্যে করাবেন। এ প্রসঙ্গে তিনি বলেন; কাজকে সব সময় কাজের গতিতেই রাখতে চাই। এ উদ্যোগটার ইচ্ছে ছিল বহু আগে থেকেই। আমার ছাত্র ছাত্রীরাও আমার প্রতি আস্থাশীল। সকলের সহযোগিতায় সানন্দা বিউটি পার্লারকে এগিয়ে নিয়ে যেতে চাই বহুদূর।
আপনার মতামত লিখুন :