শোবিজ ডেস্ক :সামনের মাসের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যাশন শো ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর নতুন আসর। আগামী ১০ সেপ্টেম্বর নিউইয়র্কের ম্যানহাটানে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে দেশের বাইরে প্রথমবারের মত র্যাম্পে হাঁটবেন নুসরাত তিসাম।
নুসরাত তিসাম ২০১১ সালে Channel i veet top model টপটেনে জায়গা করে নেন,পরবর্তীতে আরো একটি বিউটি প্রেজেন “মিস অদ্রিতীয়র “সাথে ও সমপিক্ত থাকেন এবং মিডিয়াতে খুব অল্প সময়ে অনেক নাটক টেলিফ্লিম ও টিভিসিতে অভিনয়ের মাধ্যমে নিজের একটি স্হান দখল করে নেন।নুসরাত তিসাম মিডিয়ার সাথে জড়িত থাকাকালীন ছাড়াও
র্যাম্প ও ফ্যাশন ডিজাইনের (Bella dea fashion house”এর owner ছিলেন , কাজ করেছেন অনেক অভিনয় শিল্পীদের সাথে।
২০১৫ সালে নুসরাত তিসাম উড়াল দেন আমেরিকাতে সেখানে গিয়ে HNM Brand এর Quality Assurance Manager হিসাবে join করেন।চলতি বছরে নুসরাত তিসাম National Beauty pageant “Mrs.জার্জিশোরে চ্যাম্পিয়ন”হন, বর্তমানে তিনি বিভিন্ন ধরনের New jersey সামাজীক Non prophet organization “Glow heart foundation” এর সাথে সমপিক্ত আছেন।
নিউইয়র্ক ফ্যাশন উইকে হাটার ব্যাপারে নুসরাত তিসাম বলেন,যেহুতু বাংলাদেশের ফ্যাশনের সাথে জড়িত ছিলাম এবং মিডিয়াতে অনেক কাজ করেছি তবে এটা আমার জন্য অনেক বড় নিউইয়র্ক ফ্যাশন উইকের সাথে জড়িত হতে পেরে, কিন্তু বাংলাদেশি হিসেবে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছি দেশকে রিপ্রেজেন্ট করছি,তিনি আরো বলেন আমি অতন্ত আনন্দীত যে যারা আমাকে অনেক পছন্দ করে নিউইয়র্ক ফ্যাশন শোতে হাটার জন্য তাঁদের সবাইকে ধন্যবাদ জানাই।
বিশেষ করে ধন্যবাদ জানাই ওমর চৌধুরী ভাইকে যিনি বিদেশের মাটিতে আমাদের সকল বাঙ্গালী কে সুযোগ করে দেয়ার জন্য।
‘নিউইয়র্ক ফ্যাশন উইক’ এর আয়োজনটি করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। এখানে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গোনজালেজ মন্টানেজ।
এদিকে নুসরাত তিসাম প্রথম বারের মতো গ্রীন কার্ড শিরোনামে নতুন একটি সিনেমাতে জুটি বেধেছেন ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফের সাথে,গ্রীন কার্ড সিনেমাটির কাজ প্রায় শেষ প্রর্যায় সব কিছু ঠিক থাকলে সামনের বছরের শুরুতে মুক্তি পেতে পারে বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :